দেশ বিদেশ ঘুরে আপনারা আর এক পিস ENJINEER পাবেন কিনা জানি না,
তবে এই মুহুর্তে আমার জানা আমি -ই একমাত্র ENJINEER।
এই অর্জন করতে আমার বহুত হ্যাপা আর কাঠখড় পোড়াতে হয়েছে, সেই সাথে মনে মনে একগাদা দোয়া খয়রাত তো নিত্য নৈমত্যিক ব্যাপার ছিল...
ঘটনা হল আমি আমার আগের পাসপোর্ট সারেন্ডার করে নতুন একটা নিতে চাচ্ছিলাম...
দালাল ভরা পাসপোর্ট অফিসে আমি বেকুব নিজে নিজেই করতে গিয়েছিলাম এই কাজ, ওখানকার তথ্য ও অনুসন্ধান থেকে আমাকে বলে এই পাসপোর্ট চিটাগাং থেকে নেয়া, আমার ওখানেই যাওয়া লাগবে!!!!
আমার মাথায় হাত!!!
সেই সময় এক দালাল কায়দা মত এসে আমারে পটিয়ে ফেলল আর আমিও রাজী হয়ে গেলাম। ফরম ফিলাপ টিলাপ করে টাকা আর পাসপোর্ট ওদের হাতে ধরিয়ে কিন্চিত শংকাযুক্ত মনে বাসায় আসলাম আর ফোনে ফোনে গুতাতে থাকলাম এই বলে-- 'ভাই! আমার কাজ হইছে'??
দিন যায়... দিন যায় ...
উনি বলে চিটাগাং এর তো, তাই ফ্যক্স আসতে দেরী হচ্ছে , তাই আপনের পাসপো্র্ট পেতেও দেরী... , বেশি তাড়াতাড়ি পেতে চাইলে রিনিউ এবং পেশা পরিবর্তন করে ফেলেন, ৩ দিনে হয়ে যাবে।
আমি দেখলাম তাই সই!! বললাম করেন।সেটা৩ দিনেই হয়ে গেল, যদিও ব্যাটা আরও ৪০০ টাকা বেশি নিল
যাই হোক ১৬ দিন পর সেই পাসপোর্ট ব্যাটা আমারে দিল, খুলতেই দেখি আমার পেশা ENJINEER !!!!
দালাল বলে এইটা কি আমরা লিখছি যে আমরা জানব??!!
এটাও বলে দিল, এটা এখন ঠিক করতে ৫০০ টাকা অফিসিয়াল চার্য লাগবে!! সাথে দালালের ফি ২০০ টাকা!!
আমি বললাম থাক ভাই , আর বেলতলায় যেতে চাই না, আমি ENJINEER-ই থাকি। কোথাও যদি আমাকে এই বানান ভুল নিয়ে জিগ্গেস করে তাহলে বলব-
-- ''''এইটা কি আমি লিখছি যে আমি জানব??'''
( আরও মজার ব্যাপার পাসপো্রট অফিসে এই ভুল দেখাতে গিয়ে ওরা বলে--
'ও এখানে বানান ENZINEER হবে?'
হে ধরনী দ্বিধা হও
No comments:
Post a Comment